ইরান প্রশ্নে অধিকাংশ আমেরিকান ট্রাম্পবিরোধী, ভুগছেন নিরাপত্তাহীনতায়

Anti war protest
ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী সমাবেশ। ছবি: এএফপি ফাইল ফটো

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ইরাননীতির বিরোধিতা করছেন অধিকাংশ আমেরিকান। একই সঙ্গে, তারা আগের চেয়ে এখন বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল (১২ জানুয়ারি) প্রকাশিত এবিসি নিউজ ও ইউএসটুডের পৃথক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

এবিসি নিউজের জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ আমেরিকান বলেছেন, ট্রাম্প যেভাবে ইরানের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন তা তারা সমর্থন করেন না।

বিপরীতে ৪৩ শতাংশ আমেরিকান ট্রাম্পের বর্তমান ইরাননীতির পক্ষে রয়েছেন বলে জানিয়েছেন।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে মার্কিন বিমান হামলায় হত্যা ও এরপর ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রেক্ষাপটে গত ১০ ও ১১ জানুয়ারি জরিপ দুটি চালানো হয়।

জরিপে মার্কিন বিমান হামলা প্রসঙ্গে জানতে চাওয়া ৫২ শতাংশ আমেরিকান বলেছেন যে তারা সোলাইমানিকে হত্যার পর বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক্ষেত্রে মাত্র ২৫ শতাংশ আমেরিকান বলেছেন, তারা আগের চেয়ে বেশি নিরাপদ।

এবিসির পাশাপাশি একই সময়ে পরিচালিত ইউএসটুডের জরিপে বলা হয়েছে, বিমান হামলায় সোলাইমানিকে হত্যার কারণে ৫৫ শতাংশ আমেরিকান নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Comments

The Daily Star  | English

Israel strikes Iran

Israel carried out "preemptive" strikes against Iran yesterday, targeting its nuclear plant and military sites, after US President Donald Trump warned of a possible "massive conflict" in the region...Israel said it was declaring a state of emergency in anticipation of a missile and d

6m ago