টেল প্লাস্টিক, ওয়াকার ফুটওয়্যার ও রেইনবো পেইন্টসের পরিবেশক সম্মেলন
আরএফএল গ্রুপের জনপ্রিয় হাউসওয়্যার পণ্যের ব্র্যান্ড ‘টেল প্লাস্টিক’, ফুটওয়্যার ব্র্যান্ড ‘ওয়াকার’ এবং রঙের ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’ এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ জানুয়ারি গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় দুই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন।
প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, টেল প্লাস্টিক, রেইনবো পেইন্টস ও ওয়াকার ফুটওয়্যারের চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ফাহিম হোসেন, টেল প্লাস্টিক ও ওয়াকার ফুটওয়্যারের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) বসির উদ্দিন এবং রেইনবো পেইন্টসের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (সেলস) জহিরুল ইসলামসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
Comments