টেল প্লাস্টিক, ওয়াকার ফুটওয়্যার ও রেইনবো পেইন্টসের পরিবেশক সম্মেলন

RFL.jpg
গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

আরএফএল গ্রুপের জনপ্রিয় হাউসওয়্যার পণ্যের ব্র্যান্ড ‘টেল প্লাস্টিক’, ফুটওয়্যার ব্র্যান্ড ‘ওয়াকার’ এবং রঙের ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’ এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ জানুয়ারি গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় দুই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন।

প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, টেল প্লাস্টিক, রেইনবো পেইন্টস ও ওয়াকার ফুটওয়্যারের চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ফাহিম হোসেন, টেল প্লাস্টিক ও ওয়াকার ফুটওয়্যারের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) বসির উদ্দিন এবং রেইনবো পেইন্টসের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (সেলস) জহিরুল ইসলামসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Comments