শূন্য রানের বিব্রতকর রেকর্ডে বিজয়

নেমেছিলেন তিনে, শুরুতে তামিম ইকবাল ফিরে যাওয়ায় এনামুল হক বিজয়ের দায়িত্ব ছিল ইনিংস গড়ার। কিন্তু চার বল খেলে কোন রান না করে আউট হয়ে বিজয় একার করে নিলেন এমন এক রেকর্ড, নিশ্চিতভাবে কোন ক্রিকেটারই প্রত্যাশা করেন না তা।
Anamul Haque Bijoy
বৃহস্পতিবার অনুশীলনে একাগ্র এনামুল হক বিজয়। ছবি: ফিরোজ আহমেদ

নেমেছিলেন তিনে, শুরুতে তামিম ইকবাল ফিরে যাওয়ায় এনামুল হক বিজয়ের দায়িত্ব ছিল ইনিংস গড়ার। কিন্তু চার বল খেলে কোন রান না করে আউট হয়ে বিজয় একার করে নিলেন এমন এক রেকর্ড, নিশ্চিতভাবে কোন ক্রিকেটারই প্রত্যাশা করেন না তা।

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে বেরিয়ে এসে তুলে মারতে গিয়েছিলেন। কিন্তু মিড উইকেটে তার সহজ ক্যাচ যায় রুবেল হোসেনের হাতে। টুর্নামেন্টে দ্বিতীয়বার ফেরেন শূন্য রানে। কিন্তু বিপিএলে হয়ে যায় তার এগারতম শূন্য। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে বিজয়ের চেয়ে বেশি শূন্য নেই আর কারো। এর আগে বেশি শূন্য মারার রেকর্ডের বিজয়ের সঙ্গী ছিলেন ইমরুল কায়েস। ৭৮ ইনিংসে ১০ বার শূন্য রানে আউট হন ইমরুল। এদিন ইমরুলকে বিব্রতকর এই রেকর্ডের হাত থেকে মুক্তি দিয়ে দেন বিজয়। 

বিজয়ের ১১ শূন্য এসেছে ৮০ ইনিংসে। এই তালিকায় এই দুজনের পরে আছেন সাব্বির রহমান। বিপিএলে ৭৭ ইনিংসে ৯ বার শূন্য রানে আউট হওয়ার নজির আছে তার। বিজয়ের ব্যর্থতার দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে  চরম বিপর্যয়ে পড়েছিল তার দলও। এক পর্যায়ে ৬০ রানে হারিয়ে বসেছিল ৭ উইকেট। পরে শাদাব খানের ৪১ বলে ৬৮ রানের ইনিংসে ১৪৪ রানের পুঁজি পায় তারা। 

 

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

3h ago