'সারওয়ার আলীর উপর আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত হত্যা প্রচেষ্টা'
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী ও তার পরিবারের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত হত্যা প্রচেষ্টা দাবি করে উদ্বেগ জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা।
আজ সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগে সম্মিলিত সামাজিক আন্দোলনের ডাকে আয়োজিত নাগরিক প্রতিবাদ সমাবেশে এ উদ্বেগ জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আনিসুজ্জামান, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, খুশি কবির, অর্থনীতিবিদ এম এম আকাশ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারিক আলী, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ।
গত ৫ জানুয়ারি ডা. সারোয়ার আলীকে সপরিবারে হত্যার উদ্দেশে তার বাড়িতে হামলা চালানো হয়। এসময় তিনি বেঁচে গেলেও ছুরিকাঘাতে তার স্ত্রী ও মেয়েসহ পাঁচ জন আহত হন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয় সমাবেশে।
পুলিশ যেসব আলামত উদ্ধার করেছে তাতে এই হামলা সাধারণ হামলা ছিল না বলেও জানান বক্তারা।
তারা বলেন, মৌলবাদী সাম্প্রদায়িক জঙ্গি শক্তি আবারো ১৯৭১ সালের মতো তালিকা করে প্রগতিশীল মেধাবীদের নির্মূল করতে চাইছে। তারা বলেন, যারাই মুক্তচিন্তার সমর্থক তারা সবাই বিপদ ও হুমকির মধ্যে আছেন।
জড়িতদের বিচার দাবি ছাড়াও সমাজে সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও অনুষ্ঠানকে ব্যবহার করে সাম্প্রদায়িক রাজনীতি চর্চা যে রকম উদ্বেগজনকভাবে বাড়ছে তা বন্ধ করতে সরকারের কাছে আহ্বান জানান বক্তারা।
Comments