ছয় উইকেট নিয়ে ইতিহাসে আমির

Mohammad Amir
ছবি: ফিরোজ আহমেদ

লিটন দাসকে বোল্ড করে মোহাম্মদ আমির উইকেট নেওয়া শুরু করেছিলেন একদম প্রথম ওভারেই। পরে একের পর এক উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন রাজশাহী রয়্যলসের টপ অর্ডার। আমির পরের স্পেলে ফিরে আঘাত হানেন শেষের দিকেও। ছয় উইকেট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই পেসার।

সোমবার রাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পেস আর স্যুয়িংয়ের ঝাঁজ দেখান আমির। ৪ ওভার বল করে ১৭ রানে নেন ৬ উইকেট। খুলনা টাইগার্সকে নিয়ে যান বিপিএলের ফাইনালে। তার অমন তোপে ১৫৯ রান তাড়ায় মাত্র ১৩১ রানে গুটিয়ে  ২৭ রানে ম্যাচ হেরেছে রাজশাহী রয়্যালস।

এর আগেও বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল আরেক পাকিস্তানের দখলে। ২০১২ সালের আসরে মোহাম্মদ সামি দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এবারের বঙ্গবন্ধু বিপিএলেও সেরা বোলিং ফিগার ছিল একজন পাকিস্তানি পেসারেরই। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ঢাকা প্লাতুনের হয়ে ৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন ওয়াহাব রিয়াজ।

আগের ম্যাচে মার খাওয়া আমির এদিন শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। ভেতরে ঢোকানো বলে লিটনকে বোল্ড করে শুরু। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আফিফ হোসেন, স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অলক কাপালি। আন্দ্রে রাসেলও আমিরের শিকার হয়ে ফেরেন তড়িঘড়ি। ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় রাজশাহী। সেখান থেকে শোয়েব মালিকের একক চেষ্টায় ঘুরে দাঁড়িয়েছিল তারা। কিন্তু রান বলের ব্যবধান অনেক বেড়ে যাওয়ায় সমীকরণ মেলানো হয়নি তাদের।

স্রোতের বিপরীতে খেলে ৫০ বলে ৮০ রান করা মালিকে ফিরিয়ে ৬ উইকেট পুরো করেন আমির।

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

47m ago