অবশেষে হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল শ্রীলঙ্কার
বেশ কয়েকদিন থেকে নানা নাটকীয়তার পর ঝুলন্ত হয়ে থাকা চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করেছেন শ্রীলঙ্কা। অবশ্য এর আগেই ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদলতে শরণাপন্ন হয়েছেন বাংলাদেশেরও সাবেক এই আলোচিত কোচ।
হাথুরুসিংহেকে নিয়ে অদ্ভুত একটা অবস্থায় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কোচ হিসেবে নাম থাকলেও কোন কাজ ছিল না তার। কয়েকমাস থেকে বন্ধ হয়ে গিয়েছিল বেতন ভাতাও। হাথুরুসিংহে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পর সেখান থেকে তার দাবিদাওয়া আসে লঙ্কান বোর্ডে। এরপর বিষয়টি নিয়ে চূড়ান্ত পরিণতির দিকে যায় তারা।
গত শুক্রবার বোর্ড সভায় নানান কারণে বিতর্কিত এই কোচের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কও চুকিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশের কোচের পদ থেকে আকস্মিক পদত্যাগের পর ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ শুরু করেন হাথুরুসিংহে। তার অধীনে বিশ্বকাপে চরম ব্যর্থতার পর ২০১৯ সালে তার থাকা অবস্থাতেই অন্তর্বর্তীকালীন কোস হিসেবে পেসার রুমেশ রত্নায়েককে নিয়োগ দেয় বোর্ড। গত চারমাস থেকে শ্রীলঙ্কার কোচ হিসেবে কাজ করছেন মিকি আর্থার। এই সময়ে হাথুরুসিংহে ছিলেন একেবারেই কর্মহীন।
চুক্তি থাকা অবস্থায় এই কোচকে শেষ কয়েকমাসের বেতন-ভাতা না দেওয়ায় লঙ্কান বোর্ডকে দিতে হতে পারে ক্ষতিপুরণ।
Comments