ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিতের ঘটনায় ‘কয়েকজন গ্রেপ্তার’
ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত করার দায়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার কথা বলেছে ইরানের বিচার বিভাগ।
বিচার বিভাগের এক ঘোষণায় বলা হয়েছে, গত সপ্তাহে আমেরিকার সঙ্গে সংঘাত চলাকালে দুর্ঘটনাবশত ইউক্রেনের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করা হয়। সেই দায়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে ঠিক কতোজনকে গ্রেপ্তার করা হয়েছে তা বলা হয়নি।
আজ (১৪ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে আদালতের মুখপাত্র গোলামহোসেন ইসমাইলি বলেছেন, “বিশদ তদন্ত শেষে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
গত ৮ জানুয়ারি তেহরান থেকে কিয়েভগামী ইউক্রেনের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করা হলে ১৭৬ জন নিহত হন।
প্রথমে ইরান কর্তৃপক্ষ দায় অস্বীকার করলেও পরে তারা দায় মেনে নেয়। এর ফলে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ নেতাদের পদত্যাগের দাবিতে তেহরানে বিক্ষোভ শুরু হয়।
Comments