শেষ পর্যন্ত দুই পক্ষই জিতেছে, বলছে পাকিস্তান
বাংলাদেশের পাকিস্তান সফরের জট খুলে যাওয়ায় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব অনিশ্চয়তা দূর করে সফর চূড়ান্ত করতে সাহায্য করায় আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে কৃতজ্ঞতা জানিয়েছে তারা। পিসিবি বলছে, যে সমাধান বেরিয়ে এসেছে তাতে জিতেছে দুই বোর্ডই।
কিছু বিষয়ের সমাধান না হওয়ায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে কয়েকদিন থেকেই চলছিল দোলাচল। প্রথমত, পাকিস্তানে গিয়ে লম্বা সময় থাকতে চাইছিল না বাংলাদেশ, খেলতে চেয়েছিল কেবল টি-টোয়েন্টি। দ্বিতীয়ত, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই সফর অতি সংক্ষিপ্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছিল বিসিবিকে।
কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পাকিস্তান টেস্ট বাদ দিয়ে সিরিজ আয়োজনে রাজী হচ্ছিল না। শেষ পর্যন্ত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় সমাধানে পৌঁছেছে দুই পক্ষ। ফলে বিসিবির চাহিদা মতো চলতি মাসে প্রথম দফায় পাকিস্তানে গিয়ে কেবল তিনটি টি-টোয়েন্টি খেলে আসবে বাংলাদেশ। এরপর ফেব্রুয়ারিতে আবার গিয়ে খেলবে কেবল একটি টেস্ট। তৃতীয় দফায় এপ্রিলে গিয়ে বাকি টেস্টের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে বাড়তি একটি ওয়ানডেও খেলবে বাংলাদেশ।
সব অনিশ্চয়তা কেটে যাওয়ার পর পিসিবি সভাপতি এহসান মানি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আইসিসি চেয়ারম্যানকে, ‘আমি খুবই আনন্দিত। আমরা দারুণ একটা সমাধানে পৌঁছেছি। খেলার স্বার্থে যা দুই পক্ষকেই উপকৃত করবে। আমি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে ধন্যবাদ জানাই নেতৃত্ব দিয়ে একটা সমাধান বের করে আনার জন্য।’
পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান এক বিবৃতিতে বলেছেন, যে সমাধান বেরিয়েছে, তাতে মূলত জয় হয়েছে দুই পক্ষেরই, ‘দুই বোর্ডের জন্যই এটা উইন-উইন ফল। আমরা দারুণ উৎফুল্ল যে সব অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। এখন আমরা খেলা আয়োজন নিয়ে ভাবতে পারব। বাংলাদেশ পাকিস্তানে তিনবার সফর করবে। আমরা তাদের স্বস্তি ও নিরাপত্তা প্রদান করব।’
‘তিন ভাগে বিভক্ত এই সফরে তিনটি ভেন্যুতে ভক্ত সমর্থকরা তাদের প্রিয় তারকাদের নৈপুণ্য উপভোগ করবে।’
সফরসূচি:
২৪ জানুয়ারি - প্রথম টি-টোয়েন্টি (লাহোর)
২৫ জানুয়ারি- দ্বিতীয় টি-টোয়েন্টি (লাহোর)
২৭ জানুয়ারি- তৃতীয় টি-টোয়েন্টি (লাহোর)
৭-১১ ফেব্রুয়ারি- প্রথম টেস্ট (রাওয়ালপিন্ডি)
৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে (করাচি)
৫-৯ এপ্রিল- দ্বিতীয় টেস্ট (করাচি)।
Comments