ফিঞ্চ-ওয়ার্নারের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত

দারুণ বোলিংয়ে ভারতীয়দের আটকে দিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা। লক্ষ্যটা রাখলেন নাগালের মধ্যে। সে লক্ষ্যে নেমে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নারের অপরাজিত সেঞ্চুরিতে হেসেখেলে জিতল অস্ট্রেলিয়া।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিখর ধাওয়ানের ফিফটিতে ভারত করেছিল ২৫৫ রান। গুটিয়ে গিয়েছিল ৫ বল আগে। জবাবে ৭৪ বল হাতে রেখে দুই ওপেনারের সেঞ্চুরিতে ওই রান টপকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
শিশিরে ভেজা মাঠ। ব্যাট করার জন্য সন্ধ্যায় পরিস্থিতি ছিল বেশ অনুকূলে। তাতে সহজ লক্ষ্য পাওয়ায় আর তেমন কোনো বেগই পেতে হয়নি অজিদের। ফিঞ্চ-ওয়ার্নার ওপেন করতে নেমে অনায়াসে তুলতে থাকেন রান। তাদেরকে ধন্দে ফেলতে পারেননি মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহরা।
ওয়ার্নার ছিলেন তুলনামূলক বেশি আগ্রাসী। সেঞ্চুরি পেয়েছেন তিনিই আগে। শেষ পর্যন্ত ১১২ বলে ১৭ চার ৩ ছক্কায় ১২৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১১৪ বলে ১৩ চার ২ ছক্কায় ১১০ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফিঞ্চও।
এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে দিয়ে শুরুতেই চেপে ধরে অস্ট্রেলিয়া। স্টার্কের বলে রোহিত শর্মা ফিরে যান মাত্র ১০ রান করেই। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে জুটি গড়েন ধাওয়ান। দুজনের জুটিতে আসে ১২১ রান। ধাওয়ানের ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান। রাহুল করেন ৪৭। দারুণ খেলতে থাকা এই দুই ব্যাটসম্যানকে পরপর ফিরিয়ে দেন অ্যাস্টন অ্যাগার আর কামিন্স। এরপর নিয়মিত উইকেট হারায় স্বাগতিকরা।
লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান বিরাট কোহলি। মাত্র ৪ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন শ্রেয়াস আইয়ার। ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজারা থিতু হয়েও টানতে পারেননি ইনিংস। ফলে বড় রান করতে পারেনি ভারত। ওই রান পরে মামুলি বানিয়ে ছাড়েন অজি ওপেনাররা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৯.১ ওভারে ২৫৫ (রোহিত ১০, ধাওয়ান ৭৪, রাহুল ৪৭, কোহলি ১৬, আইয়ার ৪, পান্ত ২৮, জাদেজা ২৫, ঠাকুর ১৩, শামি ১০, কুলদীপ ১৭, বুমরাহ ০; স্টার্ক ৩/৫৬, কামিন্স ২/৪৪, রিচার্ডসন ২/৪৩, জাম্পা ১/৫৩, অ্যাগার ১/৫৬)
অস্ট্রেলিয়া: ৩৭.৪ ওভারে ২৫৮/০ (ওয়ার্নার ১২৮*, ফিঞ্চ ১১০* ; শামি ০/৫৮, বুমরাহ ০/৫০, ঠাকুর ০/৪৩, কুলদীপ ০/৫৫, জাদেজা ০/৪১)
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে।
Comments