বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণে বাংলাদেশ-ভারতের চুক্তি

Bangabandhu-1.jpg
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত।

গতকাল (১৪ জানুয়ারি) নয়াদিল্লিতে দুদেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে যৌথ চলচ্চিত্র প্রযোজনা চুক্তি স্বাক্ষর করা হয়।

এতে স্বাক্ষর করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত নুজহাত ইয়াসমিন এবং ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এনএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক টি সি এ কল্যাণী।

এসময় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকার উপস্থিত ছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ২০২১ সালে। সে বছর ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবি মুক্তি পাবে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago