ঢাবি শিক্ষার্থীর দিকে ‘অস্ত্র’, একজনকে পিটুনি

আলিফ উদ্দিনকে (মধ্যে) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দিকে অস্ত্র তাক করার অভিযোগে আলিফ উদ্দিন নামে এক ট্রাভেল এজেন্সি মালিককে পিটুনি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৫ জানুয়ারি) শাহবাগে এ ঘটনা ঘটে।

ঢাকার দুই সিটিতে ভোটের তারিখ পেছানোর দাবিতে অবরোধ চলার সময় আন্দোলনকারীদের দিকে আলিফ উদ্দিন পিস্তল তাক করেন বলে অভিযোগ তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ৩টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধের সময় আটকা পড়ে আলিফ উদ্দিনের গাড়ি। অবরোধ তুলে নেয়ার জন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এক শিক্ষার্থীর দিকে পিস্তল তাক করেন আলিফ। এসময়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে পিটুনি দেয়।

ঘটনাস্থল থেকে গোল্ডেন ট্রাভেল এজেন্সির মালিক আলিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

হাসপাতালে সাংবাদিকদের আলিফ জানান, কাঁঠালবাগানের বাসা থেকে তিনি মতিঝিলে তার অফিসে যাচ্ছিলেন। পথে শাহবাগে তার সঙ্গে এই ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আলিফ উদ্দিনের পিস্তলটির বৈধ লাইসেন্স রয়েছে। তিনি অস্ত্রের অপব্যবহার করেছেন কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। পিস্তলটি পুলিশি হেফাজতে আছে।

Comments

The Daily Star  | English

Ishraque holds DSCC meeting as 'mayor'

Organisers said the event aimed to ensuring a cleaner Dhaka and improve civic services

1h ago