প্রাথমিকের শিক্ষক নিয়োগ: ৬৬৯ জনের ফল স্থগিত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত ৬৬৯ জনের ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট বিধির ব্যাত্যয় ঘটানোর অভিযোগে নীলফামারী ও বরগুনার প্রার্থীদের ফল ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।
supreme-court-1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত ৬৬৯ জনের ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট বিধির ব্যাত্যয় ঘটানোর অভিযোগে নীলফামারী ও বরগুনার প্রার্থীদের ফল ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এই দুই জেলার নিয়োগ পরীক্ষার ফলাফল কেন বাতিল করা হবে না, রুল জারি করে তার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ রুল জারি করে দুই জেলার ফল স্থগিতের আদেশ দেন।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

51m ago