সিটি নির্বাচন পেছানোর দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ
সরস্বতী পূজার কারণে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল।
আজ (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।
ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ জানিয়েছেন, সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান। এরপর বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
তারা বলেন, উৎসব সবার। তাই নির্বাচন পেছাতে হবে।
সেসময় তারা নির্বাচনে বিএনপি প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন। পাশাপাশি, বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিও তোলা হয় সমাবেশ থেকে।
সমাবেশ ১১টা ৫০ মিনিটের দিকে শেষ হয়।
উল্লেখ্য, আগামী আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments