সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন

অনশনে জগন্নাথ হলের ভিপি-জিএস

সরস্বতী পূজার কারণে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন। ১৬ জানুয়ারি ২০২০। ছবি: প্রবীর দাশ

সরস্বতী পূজার কারণে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে আজ (১৬ জানুয়ারি) সকাল থেকে ঢাবি শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন।

জগন্নাথ হলের ভিপি উৎপল বিশ্বাস এবং জিএস কাজল দাসের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষার্থী দুপুরে সেখানে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন।

উৎপল এবং কাজল জানিয়েছেন, অনশনের সমর্থনে বিশ্ববিদ্যালয় থেকে আরও শত শত শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দিতে আসছেন। “আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অনশন চলবে,” যোগ করেন উৎপল।

গত ১৪ জানুয়ারি বিকালে রাজধানীর শাহবাগ মোড় প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে শিক্ষার্থীরা এ দাবি জানিয়েছিলেন। গতকাল দুপুরেও আন্দোলনকারীরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়েছিলেন।

Comments