চট্টগ্রামে ১৫ কোটি টাকার কোকেনসহ আটক ১
চট্টগ্রামের টাইগারপাস এলাকা থেকে ৮২০ গ্রাম কোকেইনসহ মো. বখতেয়ার হোসেন (৩২) নামে এক জনকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, জব্দ করা কোকেনের দাম ১৫ কোটি টাকা।
বুধবার দিবাগত রাতে তাকে কোকেনের ব্যাগসহ আটক করা হয়। তার বাড়ি শহরের আগ্রাবাদ এলাকায়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ বলেন, “কোকেনের চালান হাত বদল হবে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম গভীর রাতে টাইগার পাস এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক গতিবিধির জন্য বখতেয়ারকে তল্লাশি করে ৮২০ গ্রাম কোকেন জব্দ করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখতেয়ার জানিয়েছে, সে এই কোকেন আগ্রাবাদ এলাকার লাকী প্লাজা থেকে সংগ্রহ করেছে। এএসপি তারেক আজিজ আরও জনান, কোকেন কার কাছ থেকে আনা হয়েছে আর কাকে দেবার কথা ছিল, তাদের নাম জানা গেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা হয়েছে।
Comments