বিলুপ্তপ্রায় শকুন উদ্ধার
বিলুপ্তপ্রায় একটি শকুন উদ্ধার করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংগঠন ‘প্রাধিকার’।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নুরাল্লাপুর এলাকার রকিব উদ্দিন বাবলুর বাড়ি থেকে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে হস্তান্তর করা হয়।
রাকিব উদ্দিন বাবলু জানান, গত সপ্তাহে নুরাল্লাপুর গ্রামের পাশের বনে একটি শকুন পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু শিশু-কিশোর শকুনটিকে নিয়ে খেলতে শুরু করে খানিকটা আহত করে। পরে স্থানীয় কিছু যুবক শকুনটি তার বাসায় নিয়ে এলে তিনি পাখিটির পরিচর্যা করেন।
গত বুধবার Birdsolves নামে একটি ফেসবুক গ্রুপে এক যুবক পাখিটির ছবি প্রকাশ করলে প্রাধিকারের সদস্যরা যোগাযোগ করেন এবং বৃহস্পতিবার সকালে পাখিটিকে উদ্ধারে যায় প্রাধিকার।
সংগঠনটির কোষাধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, শকুনটি ক্ষুধার্ত ও দুর্বল হয়ে থাকায় উড়তে পারছিল না। প্রাথমিক সেবা ও খাবার দেয়ার পর শকুনটি সিলেটের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাংলা শকুন, যা ইংরেজি White-rumped Vulture (Gyps bengalensis) নামে পরিচিত। এটি প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলোর জোট আইইউসিএনের লাল তালিকায় রয়েছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে একসময় অসংখ্য বাংলা শকুন থাকলেও আইইউসিএনের তথ্য অনুসারে এখন দশ হাজারেরও কম বাংলা শকুন রয়েছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা কমছে।
Comments