ভোটকেন্দ্রে যেতে প্রাইভেট কার ব্যবহার করা যাবে: ইসি

নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচনের দিন কেবল মাত্র ভোটকেন্দ্রে যাওয়ার জন্য প্রাইভেট কার ব্যবহার করা যাবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এক বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের একথা জানিয়েছেন।

তবে অন্য কোনো প্রয়োজনে সেদিন ব্যক্তিগত যান ব্যবহার করা যাবে না বলে ইসি থেকে জানানো হয়েছে।

৩০ জানুয়ারি নির্বাচনের দিন রাজধানীতে শহরে যান চলাচল প্রসঙ্গে ইসি সচিব মো. আলমগীর বলেন, “সরকারি যান চলবে। এক এলাকায় বসবাস করে কিন্তু ভোটার অন্য এলাকার, তারা তাদের প্রাইভেট কার নিয়ে ভোট দিতে যেতে পারবেন। যদি পুলিশ ধরে, বাসার ঠিকনা আর ভোটার আইডি কার্ড দেখিয়ে বলতে হবে যে ভোট দিতে আসছি।”

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান বলেন, “পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত এখনো হয়নি। প্রাইভেট কার জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে প্রমাণ দেখাতে হবে। ভোট দিতে যেতে পারবে। তাই বলে এমনি ঘুরবে সেটা হবে না।”

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago