‘অদৃশ্য চাপে পড়ে’ পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ, বললেন শোয়েব

shoaib akhtar
ছবি: এএফপি

অনেক নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিন দফায় সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। কিন্তু পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার ধাপে ধাপে সিরিজ খেলার বিষয়টিকে সহজভাবে নিতে পারছেন না। তার মতে, অদৃশ্য চাপের কারণেই পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তার অবসান হয় গেল মঙ্গলবার। সেদিন বিসিবির সঙ্গে সমঝোতায় আসার পর পিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিন মাসে তিনবার পাকিস্তানে গিয়ে তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ।

আগামী ২৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় লাহোরে গিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় দফায় পাকিস্তানে গিয়ে রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে প্রথম টেস্ট। ওই টেস্ট খেলেই দেশে ফিরে আসবে দল। তারপর আবার এপ্রিল মাসে পাকিস্তান যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল থেকে সেখানেই হবে দ্বিতীয় টেস্ট।

এমন সূচি ঠিক মনে হচ্ছে না শোয়েবের কাছে। বুধবার (১৫ জানুয়ারি) নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমি মানুষকে বলব, বাংলাদেশের ব্যাপারে কোনো রকমের বাজে কথা না বলতে। কারণ বাংলাদেশ অনেক চাপ, অনেক অদৃশ্য চাপের কারণে এসব করেছে। এ ব্যাপারে আমি প্রকাশ্যে কিছু বলতে পারব না। কারণ তাদেরকে অনেক রাজনৈতিক পরিস্থিতি ও চাপ সামলাতে হয়েছে।’

আগামী ২০২০ টি-টোয়েন্টি এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। কিন্তু ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত বোলার শোয়েব ইঙ্গিত করেছেন, এশিয়া কাপ পাকিস্তানে নয়, আয়োজিত হবে বাংলাদেশে, ‘অনেক রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, বাংলাদেশ নিজেদের দাবি পাকিস্তানকে মেনে নিতে বাধ্য করেছে। আবার এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে কারণ এশিয়া কাপ আয়োজনের অধিকার তারা আদায় করে নিয়েছে। অর্থাৎ এশিয়া কাপ পাকিস্তানে নয়, বাংলাদেশে হবে।’

ধাপে ধাপে পাকিস্তান সফরের বিষয়টিও রহস্যজনক মনে হয়েছে শোয়েবের কাছে। তার মতে, এভাবে সিরিজ খেলা হলে পাকিস্তানকে অনিরাপদ-ই ভেবে বসবে গোটা বিশ্ব, ‘পাকিস্তান খুবই নিরাপদ একটি দেশ। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যে নিরাপত্তা দেওয়া হয়, সেটা দারুণ। আমরা তার প্রমাণও দিয়েছি। ভাগে ভাগে সফর করার কোনো মানে দেখছি না। তা-ও ভালো যে বাংলাদেশ আসছে। কিন্তু এভাবে ভেঙে ভেঙে সফর করাটা বিশ্বের কাছে মোটেও সঠিক বার্তা দেয় না। এর পেছনে অবশ্য কারণ আছে। কিন্তু আমি তা বলতে চাই না।’

ভিডিওর শেষভাগে মাঠের লড়াইয়ের দিকে নজর ঘুরিয়ে শোয়েব বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি সিরিজ মোটেও সহজ হবে না পাকিস্তানের জন্য, ‘টি-টোয়েন্টিতে পাকিস্তান খুবই ভালো দল। কিন্তু তাদের এটা বুঝতে হবে যে এটা খুব কঠিন সিরিজ হবে। তবে এই সিরিজে পাকিস্তানের জিততেই হবে। বাংলাদেশের কাছে হার মেনে নেওয়া চলবে না। কারণ এই সিরিজে হেরে গেলে পাকিস্তানের ক্রিকেট নিয়ে প্রশ্ন উঠবে। তাই তাদের ভালো করে প্রস্তুতি নেওয়া উচিত।’

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

5h ago