আমরণ অনশনরত ২ শিক্ষার্থী হাসপাতালে
সরস্বতী পূজার কারণে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী ও ক্যাম্পাস সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলেন অপূর্ব চক্রবর্তী ও অর্ক সাহা।
এছাড়াও, অনশনরত জগন্নাথ হল ইউনিয়নের জিএস কাজল দাসকে স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্যাম্পাস সংবাদদাতা।
এদিকে, গত কয়েকদিনের আন্দোলনের অংশ হিসেবে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাগো হিন্দু পরিষদ।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Comments