আরও ১০৯ বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠালো সৌদি আরব

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্টার ফাইল ফটো

সৌদি আরব থেকে আরও ১০৯ বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশি শ্রমিকদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটটি গতকাল (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানিয়েছেন, এ নিয়ে গত ১৬ দিনে মোট ১ হাজার ৬১০ বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠালো সৌদি আরব।

তিনি আরও জানিয়েছেন, ২০১৯ সালের প্রথম দিকে মোট ২৫ হাজার ৭৮৯ বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠিয়েছিলো সৌদি আরব। তাদের বেশিরভাগই খালি হাতে দেশে ফিরেছিলেন।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

34m ago