‘জীবনের আগে ক্রিকেট নয়’, পাকিস্তানে না যাওয়ার ব্যাখ্যায় মুশফিক

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

কেবল টি-টোয়েন্টিই নয়, তিন দফায় হতে যাওয়া পাকিস্তান সফরের একবারও যাবেন না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। নিরাপত্তা শঙ্কায় পরিবারের সায় না পেয়ে পাকিস্তান সফরে না যাওয়ার কথা বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েও জানিয়েছেন তিনি। দেশটিতে না যাওয়া প্রসঙ্গে মুশফিক বলছেন, ক্রিকেটের অনেক আগে জীবনের প্রশ্ন। 

শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে মুশফিকের দল খুলনা টাইগার্স ২১ রানে হেরে যায়। ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান সফরের প্রসঙ্গ এলে মুশফিক তার অবস্থান অপরিবর্তিত বলে জানিয়েছেন, ‘সিদ্ধান্ত বদল হওয়ার কি আছে, আমি তো আগেই বলে দিয়েছি আমি যাব না পাকিস্তানে। আমি আমার পারিবারিক কারণ আগেই বোর্ডকে জানিয়েছে এবং উনারা সেটা মেনে নিয়েছে। আমি অফিসিয়াল লেটারও দিয়েছি।

মুশফিক নিশ্চিত করেছেন, তিনি কোন ফরম্যাট খেলতে কোন দফাতেই পাকিস্তানে যাবেন না। বিসিবি পাকিস্তান সফর নিরাপদ মনে করলেও মুশফিকের পরিবার সেদেশের নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কিত। পারিবারের সায় ছাড়া ক্রিকেট খেলতে যাওয়ার কোন কারণ খুঁজে পাননি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান,  'পারিবারিক কারণ তো আমি বললামই। যে তারা ভয়ে শঙ্কিত। এই অবস্থায় আমি গিয়ে খেলতে পারি না।’

পুরো সিরিজ না খেলায় মুশফিক মিস করবেন তিন টি-টোয়োন্টি, দুই টেস্ট আর একটি ওয়ানডে ম্যাচ। জাতীয় দলের হয়ে খেলা হাতছাড়া করার আক্ষেপ আছে, তবে ক্রিকেটের চেয়ে জীবনের প্রশ্ন সবার আগে তার কাছে,  ‘যদি বলেন বাংলাদেশের ক্রিকেটে একটা বড় সিরিজ মিস করা। একই সঙ্গে আমার কাছে সুযোগও ছিল পিএসএলে খেলা। আমি কিন্তু প্রথমেই না করে দিয়েছি। আমি জানি পুরো টুর্নামেন্ট (পিএসএল) পাকিস্তানে হবে। আমি বলেছি আমার পরিবার আমাকে যেতে অনুমতি দিচ্ছে না, কাজেই ওখানে আমি যাব না। কারণ ক্রিকেট কখনই জীবনের আগে না।’

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ভালো হলেও এখনি সেখানে ক্রিকেট খেলার পরিবেশ দেখছেন না মুশফিক। অন্তত আরও দুই বছর পরিস্থিতি স্থিতিশীল থাকলে পাকিস্তান সফরের ব্যাপারে ভাবা যায় বলে মত তার,   ‘পাকিস্তান হয়ত আগের চেয়ে বেটার। কিন্তু দুই বছর যদি এমন যায় তাহলে হয়ত আত্মবিশ্বাস আমার কাছে আসবে (যাওয়ার জন্য)। এর আগেও পাকিস্তানে আমি ট্যুর করেছি। ২০০৮ সালে গিয়েছি। খেলার জন্য অনেক ভাল জায়গা । উইকেট অনেক ভাল থাকে। সেটা অনেক মিস করব। আমি আশা করব দুই তিন বছর পরিস্থিতি যদি ধারাবাহিকভাবে ভালো থাকে, তখন না যাওয়ার কোন কারণ নেই।’

Comments

The Daily Star  | English

Some parties trying to use Mitford incident as political tool: Rizvi

'BNP is a big family. Sometimes one or two miscreants can enter through a loophole.'

46m ago