‘বাংলাদেশে বিকল্প পেতে এক ঘণ্টার বেশি লাগে না’

নিরাপত্তা নিয়ে পরিবার ভীত ও শঙ্কিত থাকায় পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। তিন সংস্করণেই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এই ব্যাটসম্যান না থাকলে মিডল অর্ডারে ভুগতে হতে পারে দলকে। তবে মুশফিক নিজে বলছেন, তার কিংবা যে কারো বিকল্প পেতে বাংলাদেশে এক ঘণ্টার বেশি সময় লাগে না!
mushfiqur rahim
ছবি: বিসিবি

নিরাপত্তা নিয়ে পরিবার ভীত ও শঙ্কিত থাকায় পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। তিন সংস্করণেই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এই ব্যাটসম্যান না থাকলে মিডল অর্ডারে ভুগতে হতে পারে দলকে। তবে মুশফিক নিজে বলছেন, তার কিংবা যে কারো বিকল্প পেতে বাংলাদেশে এক ঘণ্টার বেশি সময় লাগে না!

শুক্রবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল শেষ হতেই সব নজর ঘুরে গিয়েছে পাকিস্তান সফরের দিকে। ফাইনাল ম্যাচে হেরে আসার পরপরই সংবাদ সম্মেলনে সফরে নিজের না থাকার কারণ ব্যাখ্যা করেছেন মুশফিক।

এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯১ রান করেছেন মুশফিক। তিনি না থাকায় পাকিস্তানে তিন দফা সফরে বিকল্প খুঁজে বের করতে নির্বাচকদের বেশ ভাবতে হবে। মুশফিক অবশ্য মনে করছেন না যে কাজটা খুব কঠিন। বরং তার অনুপস্থিতিতে অন্যদের দারুণ কিছু করে দেখানোর সুযোগ দেখছেন তিনি, ‘বাংলাদেশে বিকল্প পেতে এক ঘণ্টা সময়ও লাগে না। অবশ্যই অনেকে ভালো খেলছে। বিপিএলেও অনেক ভালো খেলেছে। সবার জন্য দারুণ সুযোগ, আশা করব, তারা সুযোগটা কাজে লাগাবে।’

নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। ভারত সফরে ছিলেন না তামিম ইকবালও। পাকিস্তান সফরে তামিম ফিরলেও থাকছেন না মুশফিক। তবে কে খেলল না খেলল, তাতে বেশি কিছু আসে যায় না মুশফিকের কাছে, ‘ভারতের গিয়ে তো আমি খেলেছি, কী লাভ হয়েছে! আমরা পাঁচ জন সিনিয়র থাকা অবস্থায় অনেক ম্যাচ হেরেছি। আবার অনেকে না থাকা অবস্থাতেও আমরা অনেক ম্যাচ জিতেছি। এটা বলতে পারেন, (আমি থাকলে) হয়তো ভালো করার সুযোগ তৈরি হতো। এটা আরেকটা সুযোগ, আমাদের দল নতুন খেলোয়াড় খুঁজছে। আমার জায়গায় যে আসবে, তার জন্য দারুণ সুযোগ। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মতো দলের সঙ্গে খেলা। সবাইকে শুভকামনা জানাই। আমি আশা করছি, অনেক ভালো ফল নিয়ে আসতে পারবে বাংলাদেশ।’

আগামী ২৪ জানুয়ারি লাহোরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে বাকি দুই ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ খেলে ফেরার পর আবার পাকিস্তানে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলবেন মুমিনুল হকরা। এপ্রিল মাসের শুরুতে একটি ওয়ানডে আর দ্বিতীয় টেস্ট খেলতে তৃতীয় দফায় পাকিস্তান যাবে বাংলাদেশ। এর কোনোটিতেই দলের সঙ্গী হচ্ছেন না মুশফিক।

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

9h ago