অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা
সরস্বতী পূজার জন্যে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন।
আজ (১৮ জানুয়ারি) সকালে আন্দোলনরত শিক্ষার্থী অভিদাশ প্রীতমকে রিকশায় করে হাসপাতালে নিতে দেখা যায়।
আজ (১৮ জানুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী ও ক্যাম্পাস সংবাদদাতা দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ১২ জন অসুস্থ হয়েছেন এবং তাদের সবাইকে স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।
আরও পড়ুন
সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ঢাবি উপাচার্য
আমরণ অনশনরত ২ শিক্ষার্থী হাসপাতালে
অনশনে জগন্নাথ হলের ভিপি-জিএস
Comments