জিম্বাবুয়েকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের যুবাদের

বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে সম্মিলিত প্রচেষ্টায় জিম্বাবুয়ের ইনিংসে গতি আনতে দেননি বোলাররা। বৃষ্টি থামার পর আবার খেলা মাঠে গড়ালে আলো ছড়ান ব্যাটসম্যানরাও। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন আর মাহমুদুল হাসান জয়ের আগ্রাসী ব্যাটিংয়ে অনায়াসে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

প্রত্যাশিত জয়ে আইসিসি যুব বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। শনিবার (১৯ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে আকবর আলীর দল।

‘সি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ে ২৮.১ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। তাদের ইনিংস আর মাঠে গড়ায়নি। পরে ২২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৩০। চার-ছয়ের বৃষ্টি ঝরিয়ে মাত্র ১১.২ ওভারেই ওই রান টপকে জিতেছে যুবারা।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশ উড়ন্ত শুরু পায় তানজিদের কল্যাণে। মাত্র ১০ বলে ৩টি করে ছক্কা ও চারে মারকুটে এই ব্যাটসম্যান করেন ৩২ রান। তৃতীয় ওভারের প্রথম বলে দলীয় ৪১ রানে তার বিদায়ের পর ঝড়ো ইনিংস খেলেন পারভেজ আর মাহমুদুলও। তাদের ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬৪ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ৩৩ বলে ৩ ছক্কা ও ৫ চারে অপরাজিত ৫৮ রান করেন বাঁহাতি ওপেনার পারভেজ। তার সঙ্গী মাহমুদুলের ২৬ বলে ৩৮ রানের ইনিংসে ছিল ৫টি চার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের ইনিংসে নিয়মিত বিরতিতে আঘাত করেন বাংলাদেশ বোলাররা। আকবরের ব্যবহৃত পাঁচ বোলারের সবাই পান উইকেটের দেখা। দলটির হয়ে টাডিওয়ানাশে মারুমানি ৩১ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল: ২৮.১ ওভারে ১৩৭/৬ (মাদভেরে ১৮, বাওয়া ২৭, শাম্বা ২৮, মায়ার্স ১, মারুমানি ৩১, ওল্ডনো ১, সাডেনডর্ফ ২২*, টাগওয়েটে ২*; তানজিম ১/৪১, শরিফুল ১/২৫, মৃত্যুঞ্জয় ১/২৮, শামীম ১/২৩, রকিবুল ১/১৯)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (লক্ষ্য ২২ ওভারে ১৩০) ১১.২ ওভারে ১৩২/১ (তানজিদ ৩২, পারভেজ ৫৮*, মাহমুদুল ৩৮*; মায়ার্স ১/২৬, গ্র্যান্ট ০/৪৯, মাদভেরে ০/২৬, এনড্লেলা ০/৩১)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে জয়ী।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago