ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৬০ সেনা নিহত

yemen-conflict-huthi-parade.jpg
‘শহীদ সপ্তাহ’ উপলক্ষে ইয়েমেনের রাজধানী সানার রাস্তায় হুতি বিদ্রোহীদের টহল দিতে দেখা যায়। ৮ জানুয়ারি ২০২০। ছবি: এএফপি

ইয়েমেনের মারিব শহরের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় ৬০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

গতকাল (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়েছে।

আল ইখবরিয়া টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

ইয়েমেনে ইরান ও সৌদি আরবের মধ্যে ছায়াযুদ্ধ চলার মধ্যেই এ হামলার খবর পাওয়া গেলো।

যদিও হুতি বিদ্রোহীরা এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago