আত্মহত্যার আগে স্ত্রীসহ ৪ জনকে খুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্ত্রী ও শাশুড়িসহ চারজনকে কুপিয়ে হত্যা করার পর নির্মল নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
আজ (১৯ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটেছে। চা বাগান কর্তৃপক্ষের বরাত দিয়ে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেছেন, পাল্লাতল চা বাগানে পারিবারিক কলহের জের ধরে এই হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটে।
নির্মল ছাড়া এই ঘটনায় নিহত চারজনই চা বাগানের শ্রমিক ছিলেন।
চা বাগানের একজন কর্মকর্তা জানিয়েছেন, বছর খানেক আগে চা বাগানের শ্রমিক ডলির সঙ্গে নির্মলের বিয়ে হয়। তারপর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকছিলেন। তার বাড়ি এই এলাকায় না।
পল্লাতল চা বাগানের ব্যবস্থাপক এবিএম মাহবুবুর রহমান আমাদের মৌলভীবাজার সংবাদদাতাকে বলেছেন, ঐ ব্যক্তি প্রথমে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে তিনি তার শাশুড়ি এবং দুই প্রতিবেশীকেও কুপিয়ে হত্যা করেন।
পরে তিনি নিজেও আত্মহত্যা করেন বলে জানিয়েছেন এবিএম মাহবুবুর রহমান।
Comments