প্রথম দিনের অনুশীলনে নেই মাহমুদউল্লাহ-মেহেদী

পাকিস্তান সফরকে সামনে রেখে রোববার (১৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। বেলা দুইটা থেকে শুরু হয় প্রথম দিনের প্রস্তুতি পর্ব। তবে সেখানে ছিলেন না দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া দীর্ঘদিন পর ফের ডাক পাওয়া তরুণ অলরাউন্ডার মেহেদী হাসানও অনুপস্থিত ছিলেন।
ছবি: বিসিবি

পাকিস্তান সফরকে সামনে রেখে রোববার (১৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। বেলা দুইটা থেকে শুরু হয় প্রথম দিনের প্রস্তুতি পর্ব। তবে সেখানে ছিলেন না দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া দীর্ঘদিন পর ফের ডাক পাওয়া তরুণ অলরাউন্ডার মেহেদী হাসানও অনুপস্থিত ছিলেন।

২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মেহেদী। সে ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় দল থেকে বাদ পড়েছেন। দুই বছর পর ফের জাতীয় দলে ডাক পেয়ে প্রথম দিনে প্রস্তুতি পর্বে না থাকায় কিছুটা গুঞ্জনের সৃষ্টি হয়। পরে জানা যায় মায়ের অসুস্থতার জন্য অনুশীলনে আসতে পারেননি এ তরুণ। আর অধিনায়ক মাহমুদউল্লাহ হুট করে জ্বরে ভুগছেন। তাই দুই ক্রিকেটার ছাড়া শুরু হয় পাকিস্তান সিরিজের প্রস্তুতি।

তবে পাকিস্তানের জন্য ডাক পাওয়া ১৫ সদস্যের বাইরেও বেশ কিছু খেলোয়াড়কে অনুশীলনে দেখা গিয়েছে। তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও এবাদত হোসেন অনুশীলন করেছেন দলের সঙ্গে। টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও ওয়ানডে এবং টেস্ট সিরিজে তারা বিবেচনায় ভালো মতোই আছেন তারা। তাই অনুশীলন ক্যাম্পে রাখা হয়েছে তাদের।

দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে অনুশীলন করেন ক্রিকেটাররা। এছাড়া ট্রেনার মারিও ভিল্লাভারায়ন, ফিল্ডিং কোচ সোহেল ইসলাম, পেস বোলিং কোচ চম্পাকা রামানায়াকে ছিলেন এদিন। দলের বাকী কোচিং স্টাফ দুই একদিনের মধ্যেই যোগ দিবেন বলে জানা গেছে। এমনকি আজ-কালের মধ্যে নতুন পেস বোলিং কোচও ঘোষণা করে হতে পারে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সেক্ষেত্রে তিনিও যোগ দেবেন ক্যাম্পে।

এদিন টাইগারদের অনুশীলন দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান। দলের খোঁজ-খবর নিতেই তিনি মাঠে এসেছেন বলে জানান। তার সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খান, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুসহ আরও কয়েকজন কর্মকর্তা।

উল্লেখ্য, প্রথম দফায় আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকী দুই ম্যাচ  ২৫ ও ২৭ জানুয়ারি। ২৩ জানুয়ারি সকালে সেখানে পৌঁছবে বাংলাদেশ দল। এ সিরিজকে লক্ষ্য রেখে গতকালই ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন থেকে শুরু হয়েছে তিন দিনের অনুশীলন। চলবে মঙ্গলবার পর্যন্ত।

Comments

The Daily Star  | English

Tax collection falls short of IMF loan condition

government falls Tk 17,946 crore short of the revenue last fiscal year as one of IMF's $4.7 billion loan conditions

6h ago