‘জবাবদিহিতামূলক রাষ্ট্র-সমাজ প্রতিষ্ঠা করা জরুরি’
জবাবদিহিতামূলক রাষ্ট্র-সমাজ প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেছেন, ‘‘জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজ ও রাষ্ট্রে জবাবদিহিতার খুব অভাব। জবাবদিহিতামূলক রাষ্ট্র-সমাজ প্রতিষ্ঠা করা জরুরি।’’
গতকাল (১৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের (এআইএস) ‘অ্যাকাউন্টিং উইক-২০২০’ এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘‘সামাজিকতা ও জবাবদিহিতার চর্চা করতে হবে অত্যন্ত গুরুত্ব দিয়ে। একইসঙ্গে মানুষকে ভাবতে হবে, জবাবদিহিতার সংস্কৃতি কীভাবে তাদের উন্নতি করবে।’’
“বেসরকারিকরণ নয়, সামাজিক মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে পরিবর্তন করার এখনই সময়। আমাদেরকেই সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে হবে,’’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘‘সবার উন্নতির মাঝেই আমার উন্নতি, সবার স্বাধীনতার মাঝেই আমার স্বাধীনতা, সামাজিক উন্নয়নে এমন ভাবনাই প্রয়োজন।’’
ঢাবি শিক্ষার্থীর ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে অধ্যাপক সিরাজুল ইসলাম বলেছেন, ‘‘দেশে নারীদের ক্ষমতায়ণ হচ্ছে। কিন্তু ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার মতো ঘটনা এ অর্জনকে ম্লান করে দেয়।’’
সপ্তাহব্যাপী এ আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, আবৃত্তি, খেলাধুলা, নৃত্য, সংগীত, ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতা, র্যাফেল ড্র থাকছে বলে জানিয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান ড. রিয়াজুর রহমান চৌধুরী।
Comments