সরকারি চাকরির ৮ম ও তার ওপরের গ্রেডেও কোটা থাকছে না
সরকারি চাকরির অষ্টম ও তার ওপরের গ্রেডে কোটা থাকছে না। বর্তমান পরিপত্র অনুসারে, সরকারি চাকরির প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি নেই।
আজ সোমবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এর আগে এ বিষয়ে যে পরিপত্র প্রকাশ হয়েছে সেটি স্পষ্ট করতেই এতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৮ম এবং তার ওপরের গ্রেডে কোনো কোনো পদে সরাসরি নিয়োগ দিয়ে থাকে। তবে ৯ম, ১০ম এবং ১৩তম গ্রেড ছাড়া।
তবে আগের পরিপত্র অনুসারে, এটি স্পষ্ট করা হয়নি ৮ম এবং তার ওপরের গ্রেডে কী হবে। তাই আগের পরিপত্রের সংশোধন প্রয়োজন ছিল, জানান মন্ত্রিপরিষদ সচিব।
গত বছর ফেব্রুয়ারিতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা আন্দোলনে নামেন।
পরে সে বছর এপ্রিলে রাজধানীসহ সারাদেশের শিক্ষার্থী দেশের প্রধান সড়ক অবরোধ করেন।
গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের এপ্রিলের ১১ তারিখ সংসদে ঘোষণা দেন কোটা পদ্ধতি বাতিল করা হবে।
Comments