‘সংশোধিত নাগরিকত্ব আইন অযৌক্তিক, অনৈতিক’

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ অভিহিত করলেন ‘অযৌক্তিক, অনৈতিক ও অসময়ের' আইন হিসেবে।
Ramchandra Guha
ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। ছবি: সংগৃহীত

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ অভিহিত করলেন ‘অযৌক্তিক, অনৈতিক ও অসময়ের' আইন হিসেবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

গতকাল (২০ জানুয়ারি) এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইনটির বিরুদ্ধে ভারতজুড়ে চলমান বিক্ষোভ-প্রতিবাদ সম্পর্কেও কথা বলেছেন ইতিহাসবিদ রামচন্দ্র। মানুষকে ঐক্যবদ্ধ হতে দেখাটা উৎসাহব্যঞ্জক বলেও মন্তব্য করছেন তিনি। বলেছেন, “আমাদের প্রতিবাদ করতে হবে, তবে অহিংসভাবে।”

তার মতে, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ হয়েছে তা দেখে চমকে গিয়েছে সরকার। তিনি মনে করেন, সিএএ অযৌক্তিক। এছাড়াও, নাগরিকপঞ্জি (এনআরসি) করলে সে দেশের মুসলমানরা দুর্বল হয়ে পড়বে।

নাগরিকত্ব আইন থেকে শ্রীলঙ্কার তামিলদের কেনো বাদ দেওয়া হলো?- সে প্রশ্নও তুলেছেন রামচন্দ্র।

বলেছেন, এই আইন অযৌক্তিক, অনৈতিক ও অসময়ের। অর্থনৈতিক সঙ্কট, পরিবেশের সঙ্কট রয়েছে। আমাদের সেদিকে নজর দিতে হবে।

“সরকারকে আইনটি প্রত্যাহার করে নেওয়া উচিত। তা যদি করা না হয় তাহলে সরকারের সমস্যা আরও বাড়বে,” যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
Donald Lu to visit Dhaka

US delegation’s visit: Dhaka, Washington to have ‘multi-dimensional’ talk

US Assistant Secretary Donald Lu, who is now visiting New Delhi, will travel to Bangladesh as part of the delegation

21m ago