চীনের রহস্যময় ভাইরাস: ঢাকা, চট্টগ্রাম বিমানবন্দরে শনাক্তকরণ শুরু
চীনের রহস্যময় প্রাণঘাতী ভাইরাস যাতে বাংলাদেশে ছড়াতে না পারে যে জন্যে চীন থেকে আগত যাত্রীদের শনাক্তকরণের কাজ ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে শুরু হয়েছে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান বিষয়টি আজ (২১ জানুয়ারি) দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “আজ সকাল সাড়ে ৭টায় চীন থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পরীক্ষার মাধ্যমে এই কাজ শুরু হয়েছে।”
দুপুর সাড়ে ৩টায় এবং রাত ১১টায় চীন থেকে আসা ফ্লাইটের যাত্রীদেরকেও পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ও চীনের মধ্যে তিনটি ফ্লাইট পরিচালনা করা হয়। একটি ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এবং দুটি ফ্লাইট পরিচালনা করে চীনের দুটি উড়োজাহাজ পরিবহন সংস্থা। ফ্লাইটগুলো চীনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে যাওয়া-আসা করে।
Comments