ইন্টারপোলের সাবেক প্রধানের সাড়ে ১৩ বছরের জেল

ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের কারণে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোংউআইকে ১৩ বছর ৬ মাসের জেল এবং ২ মিলিয়ন ইউয়ান জরিমানা করা হয়েছে।
আজ (২১ জানুয়ারি) চীনের একটি আদালত এ রায় দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১৮ সালের শেষ দিকে ইন্টারপোল জানিয়েছিলো, নিজের দেশ চীন ভ্রমণে গিয়ে মেং হোংউআইয়ের নিখোঁজ হওয়ার খবর জানান তার স্ত্রী। এর কিছুদিন পরেই ইন্টারপোলের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন মেং।
গত বছরের জুলাই মাসে নিজের অপরাধ স্বীকার করে নেন মেং হোংউআই। চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনের আদালতকে তিনি বলেছিলেন, “রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন না।”
গত মার্চে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জানিয়েছিলো, মেং হোংউআই অপরিমিতভাবে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করেছেন বলে তদন্তে জানা গেছে। এছাড়াও, ক্ষমতার অপব্যবহার এবং দলীয় সিদ্ধান্ত অনুসরণ করতে অস্বীকার করেছেন তিনি।
আদালত জানিয়েছেন, মেং হোংউআই ঘুষ হিসেবে ১৪ দশমিক ৪৬ মিলিয়ন ইউয়ানেরও বেশি সম্পদ নিয়েছেন।
Comments