নারায়ণগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ মামলায় যুবলীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে শিক্ষার্থীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুই জনের নামে এবং তিন জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
পরে দুপুরে কাশিপুর খিলমার্কেট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. তুর্জকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ভোরে তুর্জকে পালিয়ে যেতে সহায়তাকারী ও ভুক্তভোগী পরিবারকে হুমকিদাতা কাশিপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান শ্যামলকে (৩৫) আটক করে পুলিশ। পরে তাকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার নথি থেকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ‘ওই মাদ্রাসা শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন তুর্য। গত ১৯ জানুয়ারি বিকেলে শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণ করেন তুর্জ ও তার বন্ধুরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে স্বজনেরা।
ওইসময় এলাকাবাসী তুর্জকে আটক করলেও যুবলীগ নেতা শ্যামল এ ঘটনার বিচার করার আশ্বাস দিয়ে তুর্জকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এর প্রতিবাদ করলে ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
Comments