ভারতের নাগরিকত্ব আইনের মামলা ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) মামলাটি পাঁচজন বিচারপতির সাংবিধানিক বেঞ্চের কাছে স্থানান্তরের আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের জবাব চেয়েছেন আদালত।
আজ (২২ জানুয়ারি) এই আইনের বিরুদ্ধে ১৪৪টি আবেদনের উপর দেশটির প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আমাদের নয়াদিল্লি সংবাদদাতা জানান, আজ আদালত বলেছেন, “নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ জারি হবে কী না, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন পাঁচজন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।”
আদালত আরও বলেছেন, “কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে কী প্রতিক্রিয়া তা না জেনে কোনো স্থগিতাদেশ জারি করতে রাজি নন তারা।”
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারত জুড়ে বিক্ষোভের মধ্যেই এই আইনের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে ১৪৪টি আবেদন জমা পড়েছিলো।
আরও পড়ুন:
Comments