বিশ্ব অর্থনৈতিক ফোরামের বক্তব্যে ট্রাম্পের দাবি ও বাস্তবতা

Donald Trump
সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দিচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ছবি: ভিডিও থেকে নেওয়া

সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যেসব দাবি করেছেন তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা সৃষ্টি হয়েছে।

বক্তব্যে ট্রাম্প বলেছেন, তার ক্ষমতায় আসার পর আমেরিকায় অর্থনৈতিক সমৃদ্ধি এতোটাই ঘটেছে যে বিশ্ব তা আগে কখনোই দেখেনি।

সমালোচকরা বলছেন, ট্রাম্পের শাসনামলে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশের মধ্যে। ২০১৪ সালে রাষ্ট্রপতি বারাক ওবামার শাসনামলে জিডিপি প্রবৃদ্ধি ছিলো ৫ দশমিক ৫ শতাংশ।

ট্রাম্প বলেছেন, নির্বাচিত হওয়ার পর তিনি ৭০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান করেছেন।

অথচ, দেশটির পরিসংখ্যান বিভাগের তথ্যে রয়েছে, ২০১৬ সালের নভেম্বর থেকে ৭০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন ২০১৭ সালের জানুয়ারিতে।

বারাক ওবামা তার ক্ষমতার শেষ তিন বছরে ৭০ লাখ ৮০ হাজার কর্মসংস্থান সুযোগ তৈরি করেছিলেন।

ট্রাম্প আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে রয়েছে পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন বাতাস ও পরিষ্কার পানি। কিন্তু, বাস্তবতা হচ্ছে দেশটির ইয়েল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপ অনুযায়ী বাতাসের গুনাগুণ বিচারে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দশম।

পানির গুণাগুণ বিচারে যুক্তরাষ্ট্রের অবস্থান যুক্তরাজ্য, কানাডা এবং ফিনল্যান্ডের সারিতে।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualifies for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

15m ago