এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচ আয়োজন করছে না ভারত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে তারা। এ দুটি ম্যাচের একটি আয়োজন করতে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে সে সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
nizamuddin chowdhury
ফাইল ছবি: বিসিবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে তারা। এ দুটি ম্যাচের একটি আয়োজন করতে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে সে সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচ আয়োজন নিয়ে আগের দিন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠক করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। দুই পক্ষের আলোচনা শেষে দেশে ফিরে বুধবার তিনি জানালেন, ‘একটা ম্যাচ হওয়ার কথা আসলে ছিল, তারা একটি বড় স্টেডিয়াম উদ্বোধন করতে চেয়েছে। সেটা বোধহয় আপাতত ওনারা করছে না। ওটা তৈরি হতে মনে হয় আরও সময় লাগবে। আমাদের যে দুইটা ম্যাচ, ওইভাবেই আছে।’

অথচ কিছু দিন আগে বিসিসিআই সভাপতি সৌরভ জানিয়েছেন, আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়াম পুনরায় উদ্বোধন করতে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যকার একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চায় তারা। আসলে সে স্টেডিয়ামটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। আর এ কারণেই ম্যাচটি সেখানে আয়োজন সম্ভবপর হচ্ছে না।

তবে বিসিসিআই চাইলে পরবর্তীতে বিশেষভাবে এই ম্যাচ আয়োজন করতে পারবে বলে জানালেন সুজন, ‘ওখানে হওয়ার কোনো সুযোগ নেই এই সময়ে। পরবর্তীতে হবে, যদি তারা আয়োজন করে। প্রথম থেকেই কিন্তু ওই ম্যাচটি তাদের ব্যাপারই ছিল।’

এছাড়া এশিয়া একাদশে কারা খেলবে এ নিয়েও আলোচনা হয়েছে এ সফরে। বিশেষ করে ভারতীয় কোন কোন খেলোয়াড় থাকছেন। বাংলাদেশ ভারতীয় বড় তারকাদের একাদশে রাখতে চাইছে। তবে এ নিয়ে কি আলোচনা হয়েছে তা খোলাসা করে বলেননি সুজন, 'ওইভাবে তো আলাদা করে কাউকে চাইনি। এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের জন্য যে খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে তাদের ব্যাপারে বোর্ডগুলোকে জানানো হয়েছে। কারা খেলতে চায় সেটা দেখতে হবে আরকি।'

তবে এশিয়া একাদশে বাংলাদেশের খেলোয়াড়ের আধিক্য বেশি থাকবে বলেই জানালেন বিসিবির প্রধান নির্বাহী, 'বাংলাদেশের কয়জন থাকবে দল হলেই জানতে পারবেন। আমাদের তো একটা অগ্রাধিকার থাকবেই। তবে আমি সংখ্যা বা নাম এই মুহূর্তে বলতে পারছি না। এটা বোর্ড থেকে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নেব। আমাদের নির্বাচক যারা আছে তাদের সঙ্গে আলোচনা করেই আমরা নিব।'

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

4h ago