ইবিজার বিপক্ষে নেই মেসি

সিনিয়র তিন খেলোয়াড় না থাকলেও বেশ শক্তিশালী দল নিয়েই ইবিজার মাঠে যাচ্ছে বার্সেলোনা। স্পেনের পেশাদার লিগের তৃতীয় স্তরের দল ইবিজা। তাদের বিপক্ষে প্রায় প্রথম সারির দলই খেলাচ্ছে কাতালানরা।
ছবি: এএফপি

স্প্যানিশ কোপা দেল রে’র ম্যাচে বুধবার (২২ জানুয়ারি) রাতে ইবিজার মাঠে খেলতে নামছে বার্সেলোনা। এ ম্যাচে নেই দলের প্রাণভোমরা লিওনেল মেসি। খেলছেন না জেরার্দ পিকে ও সার্জিও বুসকেতসের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও।

সিনিয়র তিন খেলোয়াড় না থাকলেও বেশ শক্তিশালী দল নিয়েই ইবিজার মাঠে যাচ্ছে বার্সেলোনা। স্পেনের পেশাদার লিগের তৃতীয় স্তরের দল ইবিজা। তাদের বিপক্ষে প্রায় প্রথম সারির দলই খেলাচ্ছে কাতালানরা।

মেসি বিশ্রামে থাকায় আক্রমণভাগের নেতৃত্বে থাকতে পারেন আতোঁয়া গ্রিজমান। তার সঙ্গে লা মাসিয়ার দুই তরুণ কার্লেস পেরেজ ও আনসু ফাতি থাকতে পারেন। পিকের বিশ্রামে স্যামুয়েল উমতিতির সঙ্গে ক্লেমোঁ লংলেকে দেখা যেতে পারে।

তবে স্কোয়াডে থাকলেও জর্দি আলবাকে বিশ্রামে রাখা হতে পারে। নেলসন সেমেদোর সঙ্গে জুনিয়র ফিরপো মাঠে নামতে পারেন। বুসকেতসের বিশ্রামে লা লিগার শেষ ম্যাচে নিষেধাজ্ঞায় থাকা ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে মাঝমাঠে থাকতে পারেন রিকি পুইগ ও আর্থুর মেলো।

তবে আগের দিনই ইবিজা কোচ পাবলো আলফারো বার্সেলোনাকে রীতিমতো হুমকি দিয়েছেন। কাতালানদের বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা বলেছেন তিনি।

বার্সেলোনার নতুন কোচ কিকে সেতিয়েনও ম্যাচটিকে নিচ্ছেন বেশ গুরুত্বর সঙ্গেই, ‘আমি সব প্রতিযোগিতাকেই সমান গুরুত্ব দিয়ে থাকি। যখন খেলোয়াড় ছিলাম, তখন আমি কোপা খুব পছন্দ করতাম। কোচ হওয়ার পরও আমার দর্শন একই আছে। এটা খুব ভালো টুর্নামেন্ট। আমি চেষ্টা করব জিততে। আমার লক্ষ্য পরিষ্কার।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago