বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি
তিন দফা সফরের প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ কড়া নিরাপত্তায় বেষ্টিত হয়ে লাহোরে গাদ্দাফী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের সবগুলো ম্যাচই হবে দিনের বেলা।
শুরুতে দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের ভাবনা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তবে লাহোরের প্রচণ্ড কুয়াশার কথা মাথায় নিয়ে সে অবস্থান থেকে পরে সরে আসে তারা। তাই প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২৪ জানুয়ারি। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সিরিজ শেষে ২৮ জানুয়ারি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবেন মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালরা।
বিকেল তিনটায় শুরু হওয়া ম্যাচগুলো দেখা যাবে টেন স্পোর্টস, জিও স্পোর্টস ও পিটিভি স্পোর্টসে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আম্মাদ বাট, হারিস রৌফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।
টি-টোয়েন্টি সিরিজের সূচি:
তারিখ |
বার |
সময় |
ভেন্যু |
২৪ জানুয়ারি |
শুক্রবার |
বিকাল ৩টা |
লাহোর |
২৫ জানুয়ারি |
শনিবার |
বিকাল ৩টা |
লাহোর |
২৭ জানুয়ারি |
সোমবার |
বিকাল ৩টা |
লাহোর |
Comments