ভারতে চারদলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
আগামী মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবে সেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের মাটিতে চারদলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সালমা খাতুনরা।
বুধবার (২২ জানুয়ারি) পাটনায় ফাইনালে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান তোলে টাইগ্রেসরা। জবাবে পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে ১০৩ রান তোলে ভারতের মেয়েরা।
বাংলাদেশের হয়ে ৩৮ বলে ৩৪ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। তিনে নামা সানজিদা ইসলামের ব্যাট থেকেও আসে ৩৪ রান। তিনি মোকাবিলা করেন ৩২ বল। দ্বিতীয় উইকেটে ৫৩ বলে ৬০ রানের জুটি গড়েন দুজনে। তবে এই জুটি ভাঙার পর মন্থর হয়ে যায় রানের চাকা। বাংলাদেশের ইনিংসের শেষ ৩৮ বলে আসে মাত্র ৩২ রান।
লক্ষ্য তাড়ায় শুরুতেই এলোমেলো হয়ে যায় ভারত ‘বি’ দল। জাহানারা আলম ও সালমার বোলিং নৈপুণ্যে তৃতীয় ওভারেই মাত্র ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেই ধাক্কা আর সামলে নিতে পারেনি দলটি। পেসার জাহানারা ১৭ রানে ও স্পিন অলরাউন্ডার সালমা ১৮ রানে পান ২ উইকেট।
Comments