সংসদে ঋণখেলাপির তালিকা দিলেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদে আজ বুধবার (২২ জানুয়ারি) ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী এএইচএম মুস্তাফা কামাল।
অর্থমন্ত্রী জানান, ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত ৮২৩৮ ঋণ খেলাপির মোট বকেয়া ঋণের পরিমান ৯৬ হাজার ৯৮৬ কোটি।
ঋণের ২৫ হাজার ৮৩৬ কোটি টাকা এই ঋণ খেলাপিরা পরিশোধ করেছেন।
কতজন ব্যাংক পরিচালক নিজেদের এবং অন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তারও বিস্তারিত জানান অর্থমন্ত্রী।
১৩ সেপ্টেম্বর ২০১৯ সাল পর্যন্ত ব্যাংক পরিচালকেরা নিজেদের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬১৪ কোটি টাকা ঋণ নেন।
নিজেদের প্রতিষ্ঠান ছাড়া অন্য ব্যাংক থেকে পরিচালকেরা ১ লাখ ৭১ হাজার ৬১৬ কোটি টাকা ঋণ নিয়েছেন যা মোট বিতরণ করা ঋণের ১১ শতাংশ।
Comments