লাহোরে পৌঁছল বাংলাদেশ দল

Bangladesh Cricket Team
ছবি: বিসিবি
নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার মাঝে টি-টোয়েন্টি সিরিজ খেলতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে মাহমুদউল্লাহদের বরণ করার পর কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়েছে হোটেলে। 
 
বুধবার পাকিস্তানের স্থানীয় সময় রাত সাড়ে দশটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) লাহোরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহন করা বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট।  লাহোর বিমানবন্দরে মাঝরাতে মাহমুদউল্লাহদের ফুল দিয়ে বরণ করে নেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এরপর কড়া নিরাপত্তার মধ্যে বাংলাদেশ দলকে নেওয়া হয় হোটেলে। এর আগে বাংলাদেশ সময় রাত আটটায় বিমান বাংলাদেশের ভাড়া করা (চার্টার্ড ফ্লাইট) উড়ানে করে লাহোর রওয়ানা হন ক্রিকেটাররা। 
 
নিরাপত্তা নিয়ে নানান দোলাচলের পর চূড়ান্ত হয় তিন দফায় বাংলাদেশের পাকিস্তান সফর। প্রথম দফায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে লাহোরে। এর আগে ২০০৮ সালে পাকিস্তানের মাঠে একটা টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এবার খেলবে পুরো সিরিজ। 
 
২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে সিরিজ খেলে ২৮ জানুয়ারি দেশে ফেরত আসবেন ক্রিকেটাররা। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের জন্য দ্বিতীয় দফা আবার খেলতে যাবে দল। এপ্রিল মাসে একটি ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট খেলতে তৃতীয় দফা পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। 
 
সিরিজের আগের দিন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) অনুশীলন করবে বাংলাদেশ। সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।  
 

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

4h ago