‘নিজের রাইফেল দিয়ে নিজের বুকে গুলি চালান পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস’
ঢাকার মিরপুরে এক পুলিশ সদস্য নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শাহ মোহাম্মদ আবদুল কুদ্দুস (৩১) বাংলাদেশ পুলিশের একজন নায়েক ছিলেন। তিনি মিরপুর ১৪ নম্বরে পুলিশ লাইনের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) ব্যারাকে থাকতেন।
আজ (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তিনি পিওএম মাঠে নিজের রাইফেল দিয়ে নিজের বুকে গুলি চালান এবং ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।
ওসি আরও বলেন, “গুলির শব্দ শুনে ব্যারাকের অন্যান্যরা ঘটনাস্থলে এসে কুদ্দুসকে মৃত অবস্থায় পান। তিনি নিজের বুকে গুলি করেছিলেন।”
“পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে” উল্লেখ করে ওসি আরও জানিয়েছেন, “এ বিষয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন পুলিশ সদস্য কুদ্দুস।”
Comments