আশুলিয়ায় বাসচাপায় নির্মাণ শ্রমিক নিহত
সাভারের আশুলিয়ায় বাসচাপায় উজ্জল হোসেন (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
আজ (২৪ জানুয়ারি) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ইউনিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার নরেন্দ্রপুর গ্রামের বদর আলীর ছেলে। তিনি আশুলিয়ার কুরগাও এলাকার হাজী জামালের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেছেন, “নিহত উজ্জলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা থানায় আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বাসটি ও বাসের চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
Comments