অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন সেরেনা

মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করতে সেরেনা উইলিয়ামসের অপেক্ষা আরও বেড়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের তারকা।
serena williams
ছবি: এএফপি

মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করতে সেরেনা উইলিয়ামসের অপেক্ষা আরও বেড়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের তারকা।

শুক্রবার (২৪ জানুয়ারি) মেলবোর্ন পার্কে ২৭তম বাছাই চীনের ওয়াং কিয়াংয়ের কাছে ২-১ সেটে হেরেছেন অষ্টম বাছাই সেরেনা। ৩৮ বছর বয়সী অভিজ্ঞ তারকার বিপক্ষে কিয়াং জয় পেয়েছেন ৬-৪, ৬-৭ (২-৭) ও ৭-৫ গেমে।

২০০৬ সালের পর এবারই প্রথম এত আগে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন সেরেনা। সেবারও তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তাকে হারিয়েছিলেন দানিয়েলা হান্তুচোভা।

২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম জেতেননি সেরেনা। এরপর চারবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি তার। টানা দুবার করে হেরেছেন ইউএস ওপেন ও উইম্বলডন।

তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিও। তিনি ৭-৫, ৩-৬, ৭-৫ গেমে হেরেছেন তিউনিসিয়ার ওনস জাবুয়েরের কাছে। এই ম্যাচ দিয়ে টেনিস ক্যারিয়ারের ইতি টেনে অবসরে গিয়েছেন ২৯ বছর বয়সী ওজনিয়াকি।

র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা অ্যাশলি বার্টি অবশ্য সহজ জয়ে নিশ্চিত করেছেন চতুর্থ রাউন্ড। ২৩ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সরাসরি সেটে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে।

গেল বছরের রানার্সআপ পেত্রা কেভিতোভাও উঠেছেন চতুর্থ রাউন্ডে। তিনিও অনায়াস জয় পেয়েছেন রাশিয়ার একেতেরিনা আলেক্সান্দ্রোভার বিপক্ষে। চেক প্রজাতন্ত্রের তারকা জিতেছেন ৬-১, ৬-২ গেমে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago