সাকিবকে টপকে গেলেন তামিম

শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই বিশ্রামে ছিলেন তামিম ইকবাল। ফিরলেন পাকিস্তান সিরিজ দিয়ে। আর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই নতুন রেকর্ড গড়লেন দেশসেরা এ ওপেনার। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তামিম। এতদিন দেশের হয়ে এ সংস্করণে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাকিব আল হাসান।
শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট করতে নামার আগে রেকর্ড থেকে ১৪ রান দূরে ছিলেন তামিম। হারিস রউফের করা ইনিংসের ষষ্ঠ ওভারে সিঙ্গেল নিয়ে রেকর্ডটি নিজের করে নেন তামিম। শেষ পর্যন্ত ৩৪ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তামিম। ফলে লাল-সবুজ জার্সিতে তার মোট রান হলো ১ হাজার ৫৯৫। ৭২টি ম্যাচ খেলে ২৩.৮০ গড়ে এ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা সাকিব ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ১ হাজার ৫৬৭ রান।
নিষেধাজ্ঞার জন্য বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। বাজিকরদের সঙ্গে আলোচনার কথা না জানিয়ে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ এ অলরাউন্ডার। তিনি মাঠে ফিরবেন আগামী অক্টোবরে। তাই এ সময়ের মধ্যে নিজের নতুন এ রেকর্ডকে আরও সমৃদ্ধ করার সুযোগ থাকছে তামিমের।
বাংলাদেশ জাতীয় দল ছাড়াও এশিয়া ও বিশ্ব একাদশের হয়ে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। ফলে মোট ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তামিমের সংগ্রহ ১ হাজার ৬৫২ রান। তামিম-সাকিবের পর বাংলাদেশের জার্সিতে তৃতীয় স্থানে থাকা মাহমুদউল্লাহর সংগ্রহ ৮৪ ম্যাচে ১ হাজার ৪৪৯ রান।
Comments