তুরস্কে ভূমিকম্পে নিহত ১৮, আহত পাঁচ শতাধিক
তুরস্কের ইলাজিগ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ।
গতকাল (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলের ইলাজিগ প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৭।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার বলেছেন, আশেপাশের প্রদেশের উদ্ধারকর্মীদের ক্ষতিগ্রস্ত অঞ্চলে পাঠানো হয়েছে। আমাদের সেনারাও সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে।
ভূমিকম্পের ফলে ওই অঞ্চলের শত শত বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেট্টিন কোকা জানিয়েছেন, ইলাজিগে ১৩ জন এবং মালতায় নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন মোট ৫৫৩ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
Comments