একাদশে এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: বিসিবি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অনেকটা অসহায় হার। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। গুরুত্বপূর্ণ এ ম্যাচের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। টস জিতে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচের মতো এদিনও ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। বাংলাদেশ সময় শনিবার (২৫ জানুয়ারি) বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

এ ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। একাদশে ঢুকেছেন মেহেদী হাসান। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। বঙ্গবন্ধু বিপিএলে ব্যাটে-বলে বেশ দারুণ খেলেছেন তরুণ অলরাউন্ডার মেহেদী। সে সুবাদেই দীর্ঘদিন পর স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। এদিন জায়গা পেয়ে গেছেন একাদশেও। আগের ম্যাচে মিঠুন ভালো কিছু করতে না পারায় ভাগ্য বদলাতে মেহেদীর ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে পাকিস্তান। গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে দলটি।

আগের দিন টস জিতে অদ্ভুতুড়ে ব্যাটিং করেছে টাইগাররা। পাওয়ার প্লেতে উইকেট না পড়লেও আসে মাত্র ৩৫ রান। এরপরও ব্যাটসম্যানদের রানের গতি বাড়ানোর তাগিদ ছিল না। ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে রান তাই ৬২। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আসে ১৪১ রান। বাংলাদেশের মন্থর ব্যাটিং অবাক করেছে সবাইকে। যদিও অধিনায়ক দুষেছেন উইকেটকে। উইকেটের আচরণ বুঝতে পারেননি বলে ম্যাচ শেষে জানিয়েছিলেন তিনি। তবে এদিনও টস জিতে সেই ব্যাটিং করার সিদ্ধান্তই নিয়েছেন মাহমুদউল্লাহ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। একদিন বিরতি শেষে একই ভেন্যুতে পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। সিরিজ শেষে ২৮ জানুয়ারি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবেন মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালরা।

বাংলাদেশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও শাহিন শাহ আফ্রিদি।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

UN Security Council to meet Sunday over US strikes on Iran

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

11h ago