বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসের পরিবেশক সম্মেলন

আরএফএল গ্রুপের দরজা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরএফএল গ্রুপের দরজা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ জানুয়ারি গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশ থেকে কসমিক, প্রটেক্টর, ডায়মন্ড, লরেলসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির দুই হাজারেরও বেশি পরিবেশক অংশ নেন।

সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসের চিফ অপারেটিং অফিসার দিলীপ কুমার সূত্রধর, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ সোলায়মান ও মোহাম্মদ মনিরুজ্জামান এবং হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

Comments

The Daily Star  | English

Accolade for business icons

A garment business tycoon, an owner of a local conglomerate, a celebrated local steel giant, a well-known bank and a woman entrepreneur were felicitated at the 22nd Bangladesh Business Awards (BBA) for their outstanding efforts and landmark achievements in their respective business fields. 

9h ago