গরু আনতে গিয়ে সীমান্তে নিহত হলে দায় নেবে না সরকার: খাদ্যমন্ত্রী
ভারত থেকে গরু পাচার করতে গিয়ে সীমান্তে কেউ গুলি খেলে সরকার কোনো দায়ভার নিতে রাজি নয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, “আমরা ভারত থেকে গরু আনতে দেব না। এ জন্য আমাদের উপজেলা ও জেলা আইনশৃঙ্খলা কমিটি এবং বিজিবির রেজ্যুলেশন করা হয়েছে। এরপরও কেউ যদি জোর করে কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে গিয়ে গুলি খেয়ে মারা যায়, তার দায়দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না।”
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহীতে পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রয়েছে নওগাঁর পোরশা সীমান্ত। সেখানে বৃহস্পতিবার ভোরে দুয়ারপাল এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি নিহত হন। এর মধ্যে দুজনের লাশ নিয়ে গেছে বিএসএফ।
তাদের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে বক্তব্যে জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, লেখাপড়ার মূল লক্ষ্য কেবল চাকরি পাওয়া নয়। একজন আদর্শ মানুষ হওয়াটা বেশি প্রয়োজন।
Comments