মজনুই ধর্ষক, ডিএনএ পরীক্ষায় প্রমাণিত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেপ্তার মজনু ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত। মজনুর ডিএনএ পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
majnu
গ্রেপ্তারের পর র‌্যাবের হাতে মজনু। ছবি: স্টার ফাইল ফটো

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেপ্তার মজনু ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত। মজনুর ডিএনএ পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ভুক্তভোগীর পোশাক থেকে নেওয়া নমুনা মজনুর ডিএনএর সঙ্গে মিলে গেছে।

সিআইডির ফরেনসিক ল্যাবে সম্পন্ন হওয়া ডিএনএ পরীক্ষার প্রতিবেদন মামলার তদন্তকারী সংস্থা পুলিশের গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে।

গত ৫ জানুয়ারি সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমেছিলেন ওই শিক্ষার্থী। এ সময় তিনি ফুটপাত ধরে হাঁটছিলেন। হঠাৎ তাকে পেছন থেকে মুখ চেপে ধরে ফুটপাতের পাশের ঝোপে নিয়ে যান মজনু। সেখানেই ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি।

রাত ১০টার দিকে কোনোভাবে বান্ধবীর বাসায় পৌঁছান ওই শিক্ষার্থী। এরপর বান্ধবী ও সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

পরের দিন, ওই শিক্ষার্থীর বাবা অজ্ঞাতনামাদের আসামি করে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।

গত ৮ জানুয়ারি র‌্যাব মজনুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে সোপর্দ করে।

মামলার তদন্তের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে প্রতিবেদন পাওয়ার পর এই মামলার চার্জশিট দাখিল করবেন তদন্তকারীরা।

Comments